ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি আবদুল মাতলুব আহমাদের স্থলাভিষিক্ত হলেন।
মঙ্গলবার সন্ধ্যায় এফবিসিসিআই’র সভাকক্ষে মনোনীত ও নির্বাচিত পরিচালকরা ২০১৭-২০১৯ মেয়াদের জন্য তাকে নির্বাচিত করেন।
সংগঠনের নির্বাচন বিধি অনুযায়ী এ বছর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে তিনি সভাপতি নির্বাচিত হলেন।
আগের মেয়াদে সহ সভাপতি ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) প্রতিনিধি হিসেবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/মাহবুব