খুব দ্রুত সময়ের মধ্যে বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনার তদন্ত কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য (ডিবি) বিভাগের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
যুগ্ম কমিশনার বলেন, মামলাটি পুলিশের উইমেন সার্পোট সেন্টারের অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ তদন্ত করছে। ঘটনার তদন্ত কার্যক্রমে সহায়তার জন্য ডিএমপি কমিশনার উচ্চ পার্যায়ের একটি কমিটিও গঠন করে দিয়েছেন। আমিও সেই কমিটির সদস্য।
তিনি আরো বলেন, দুই তরুণী ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এখন সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এখনো এক আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিরা আদালতে ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে আশা করছি।
বিডি প্রতিদিন/ ১৭ মে ২০১৭/আরাফাত