হঠাৎ উত্তাল হয়ে উঠতে শুরু করেছে সাগর। দিনভর কখনো শান্ত, কখনো মাঝারি অবস্থানের পর রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাগরে ঢেউয়ের গর্জন বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী ও লাবনী পয়েন্টে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোরা’ আরো উত্তর দিকে অগ্রসর হয়ে কক্সবাজার সমুদ্র বন্দরের দেড়শ’ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। সকাল ৬টা নাগাদ এটি চট্টগ্রামের সন্দ্বীপ ও হাতিয়া এবং কক্সবাজারের কুতুবদিয়া উপকূল অতিক্রম করবে।
সোমবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কক্সবাজারে সমুদ্রে বাতাসের গতিবেগের সঙ্গে ঢেউয়ের উচ্চতা বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়টি ভোর ৩টায় (৩০ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৩০ কি. মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫০ কি. মি. দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৩২০ কি. মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৩৫ কি. মি. দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছিল।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৭/হিমেল