চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে পৌরসভার বড় চক দৌলতপুর মহল্লায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই এলাকার মোরসালিনের স্ত্রী মুরশিদা খাতুন (৩০) ও ছেলে মুজাহিদ হোসেন (৮)। পুলিশ জানায়, বিকাল ৩টার দিকে মুরশিদা খাতুন তার ছেলে মুজাহিদকে নিয়ে বাড়ির উঠানে বিদ্যুতের তারে কাপড় শুকাতে দিতে যান। এ সময় তারা বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।