ঢাকা থেকে লন্ডনে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা বিরতি করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এমিরেটস এয়ারলাইন্সের ই কে ৫৮৭ ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে দুবাইয়ের টার্মিনাল থ্রি বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় তার যাত্রা বিরতির খবর জেনে সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত হন।
নোয়াখালী জেলা বিএনপি উপদেষ্টা মাহে আলম বাংলাদেশ প্রতিদিন’কে জানান, ‘বিমান বন্দরে দলের চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএই বিএনপির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার। এসময় ইউএই বিএনপি ও সাংগঠনিক নানা দিক নিয়ে আলাপ করেন তারা।’
বিডি প্রতিদিন/ ১৬জুলাই,২০১৭/ ই জাহান