কয়েকদিনের গরমে নাভিশ্বাসের পর রাজধানীতে দেখা মিলেছে বৃষ্টির। এতে মানুষ ফেলছে স্বস্তির নিঃশ্বাস। সোমবার সন্ধ্যার পর রাজধানীর বেশ কিছু এলাকায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টির পরিমাণ কম হলেও ঠান্ডা বাতাস নগরবাসীর মধ্যে এনে দিয়েছে স্বস্তির আবহ।
এর আগে বিকেলে রাজধানীর আকাশে দেখা দেয় বৃষ্টির ঘনঘটা। তবে দেখা মেলেনি বৃষ্টির। অবশেষে রাত ৮টার দিকে রাজধানীর রামপুরা, বাড্ডা, পল্টন এবং যাত্রাবাড়ীসহ বেশ কিছু এলাকায় দেখা মিলেছে বৃষ্টি।
এদিকে, রাতে হঠাৎ বৃষ্টিতে পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েন সাধারণ মানুষ। তবে এরপরও সবার চোখেমুখে ছিল স্বস্তি।
বিডি প্রতিদিন/১৭ জুলাই ২০১৭/আরাফাত