আগামী তিন বছরের জন্য বিমসটেক মহাসচিব পদে দায়িত্ব পেয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। শুক্রবার নেপালে সংগঠনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে নতুন মহাসচিব হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে এর মাধ্যমে বিমসটেকের দ্বিতীয় মহাসচিব হলেন তিনি। এর আগে মহাসচিব ছিলেন শ্রীলঙ্কার সুমিত নাকান্দালার
উল্লেখ্য, বিমসটেক সাতটি স্বাধীন ও সার্বভৌম জাতির সঙ্গে যুক্ত। ১৯৯৭ সালে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের জোট ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) গঠিত হয়। ব্যাংকক ঘোষণার মধ্যদিয়ে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এই উদ্যোগ নেয়; পরে মায়ানমার, নেপাল ও ভুটান যোগ দেয়। সহযোগিতার ক্ষেত্রও বেড়ে ১৪ সদস্যে দাঁড়িয়েছে। ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে এটির প্রধান কার্যালয় স্থাপিত হয়।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৭/হিমেল