বিএনপি অন্তবর্তীকালীন নির্বাচনে না থাকলেও আগামী নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আগামী একাদশ সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, সংসদে বর্তমানে যেসব দল রয়েছে, সেসব দলের প্রতিনিধি নিয়েই আমরা সংসদ নির্বাচনের অন্তর্বর্তীকালীর সরকারের রূপরেখা দিয়েছি। যেহেতু বিএনপি সংসদে নেই, তাই দুঃখজনক হলেও সত্যি তাদের ছাড়াই আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করেছি।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারে না থাকলেও আশাকরি দলটি নির্বাচনে আসবে। নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তারা সকল ব্যবস্থা নেবে।
এবারের সংলাপ শেষ হচ্ছে আগামী ২৪ অক্টোবর। তার আগে, আগামী ১৫ অক্টোবর বিএনপি (ধানের শীষ) এবং ১৯ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা) সঙ্গে বসবে ইসি।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৭/মাহবুব