জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে স্বাভাবিক রয়েছে দেশের বড় স্থলবন্দর বেনাপোল। বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দর থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে।
জানা গেছে, বেনাপোল বন্দর থেকে চলাচল করেছে দূর পাল্লার যাত্রীবাহী পরিবহনসহ লোকাল বাস ও ট্রেন। এছাড়া সচল ছিলো ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীর যাতায়াতও। তবে নাশকতারোধে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, 'আমদানি-রফতানি বাণিজ্যে কোনো বিরুপ প্রতিক্রিয়া এখানে নেই। তবে নিরাপত্তা কর্মীদের সতর্ক রাখা হয়েছে।'
এছাড়া বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে।
এর আগে, জামায়াতের আমির মকবুল আহমাদসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে দলটি দেশজুড়ে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
বিডি-প্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ