বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উখিয়ায় ড্যাবের মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করবেন। ড্যাবের মহাসচিব এ জেড এম ডা. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন প্রসঙ্গে ড্যাবের মহাসচিব বলেন, চেয়ারপারসন আমাদের মেডিক্যাল উদ্বোধন করবেন। ড্যাবের কার্যক্রম বিএনপি চেয়ারপারসন, মহাসচিব ও রোহিঙ্গা ত্রাণবিষয়ক কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন ব। অস্থায়ী মেডিক্যালে এ পর্যন্ত প্রায় দুই লাখ রোহিঙ্গা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ বিষয়ে জানিয়েছেন, সেখানে ড্যাবের অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প মা, শিশু-স্বাস্থ্য ও প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন। পাশাপাশি বালুখালী, হাকিমপুর ও ময়নার গোলা শরণার্থী ক্যাম্পে প্রায় ১১ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
জানা গেছে, বিএনপির পক্ষ থেকে সেনাক্যাম্পে ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী হস্তান্তর করা হবে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর