বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ শুনানি জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আসামীপক্ষে সময় আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার ২য় বিশেষ জজ হোসনে আরা বেগম নতুন এদিন ধার্য করেন।
খালেদা জিয়া ছাড়া এ মামলার চার্জশিটভূক্ত আসামির ১৩ জন। এর মধ্যে যুদ্ধাপরাধে জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় আসামির সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম চৌধুরী ছাড়া বাকী আসামিরা জামিনে রয়েছেন।
প্রসঙ্গত, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করে দুদক। একই বছরের ৫ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. আবুল কাসেম ফকির বিএনপি প্রধান খালেদা জিয়াসহ ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৭/মাহবুব