চট্টগ্রাম থেকে দুপুরের পর ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সার্কিট হাউসে দুপুরের খাবার গ্রহণের পর খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রাম ছেড়ে যাবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সোমবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে খালেদা জিয়ার গাড়িবহর। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার সার্কিট হাউস থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে গত শনিবার সকালে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা যোগ দেন।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ