মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকাল ১০টার দিকে ওই নৌপথে ফেরি চলাচল শুরু হয়।
বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে নৌরুটে। ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় ছয়টি ফেরি নোঙর করে রাখা হয়েছিলও, যা চলাচল শুরু করেছে।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৮/হিমেল