নিজের ওপর হামলাকারীকে মারতে নিষেধ করেছেন ছুরিকাঘাতে আহত অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ঘটনার সময় আমরা স্যারকে ধরতে গেলে স্যার বলেন- 'আমার কিছু হয়নি। পরে হামলাকারীকে গণধোলাইয়ের খবর শুনে স্যার বলেন- না না, ওই ছেলেকে তোমরা মেরো না।'
এদিকে, হামলার পরপরই হামলাকারী যুবককে আটক করা হয়। তাকে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হয় ওই হামলাকারী। শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন বিশিষ্ট লেখক ড. জাফর ইকবাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার