শাবিতে ড. জাফর ইকবালের ওপর হামলাকারীর প্রাথমিক পরিচয় শনাক্ত করেছে র্যাব। ফয়জুর রহমান ওরফে ফয়জুর (২৪) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই। তিনি মাদরাসা শিক্ষার্থী।
রবিবার রাতে র্যাবের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার রাত ৯টার দিকে হামলাকারীকে র্যাবের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, হামলার পরপরই হামলাকারী যুবককে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হয় ওই হামলাকারী। শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন বিশিষ্ট লেখক ড. জাফর ইকবাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার