প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে। তাকে দেখতে সিএমএইচে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তার চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানা যায়।
শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন বিশিষ্ট লেখক ড. জাফর ইকবাল। হামলার পরপরই হামলাকারী যুবককে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হয় ওই হামলাকারী।
বিডি প্রতিদিন/এ মজুমদার