প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলায় প্রতিবাদে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। জানা যায়, সমাবেশ থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ।
এ হামলাকে সন্ত্রাসী ও জঙ্গি হামলা আখ্যা দিয়ে ক্ষোভে ও তীব্র নিন্দা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন বিশিষ্ট লেখক ড. জাফর ইকবাল। হামলার পরপরই হামলাকারী যুবককে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হয় ওই হামলাকারী।
বিডি প্রতিদিন/এ মজুমদার