অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কাছে মামলার বিষয়ে সব তথ্য দেওয়া হয়েছে। পুলিশ বাকিটা দেখবে।
গতকাল শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে প্রকাশ্যে জাফর ইকবালের ওপর হামলা চালায় এক যুবক। আহত অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথায় সিটি স্ক্যান ও অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাফর ইকবালকে গত রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়েছে। হামলার পরপরই হামলাকারী যুবককে আটক করা হয়েছে। জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে শাবি ক্যাম্পাস। দফায় দফায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার