প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে। আকাশেও পৌঁছাতে হবে বাংলাদেশকে। এজন্যই স্যাটেলাইট উৎক্ষেপণের প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। আগামী মাসেই এটি উৎক্ষেপণ করা হবে। ফ্লোরিডার স্টেশন, যেখান থেকে এটি উৎক্ষেপণ করা হবে সেখানে প্রাকৃতির দুর্যোগ লেগেই থাকে। তবে আমরা সময়মতোই এগোচ্ছি।
আজ রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়তে হলে সবাইকে শিক্ষিত হতে হবে। শিক্ষিত হলে ব্যক্তি তার নিজের ভবিষ্যৎ নিজেই নির্মাণে সক্ষম হবে।
বিডি প্রতিদিন/৪ মার্চ, ২০১৮/ফারজানা