আসছে ডিসেম্বরে একাদশ জাতীয় নির্বাচনের আগেই সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রবিবার ঢাকায় বিএমএর ভবনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, এই নিয়োগের অর্ধেক দেওয়া হবে আগামী তিন মাসের মধ্যে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পিএসসির (সরকারি কর্মকমিশন) মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। বিষয়টি চূড়ান্ত। পিএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে ২/৩ মাস সময় লাগবে।
বিশেষ বিসিএসের মাধ্যমে এই চিকিৎসকদের নিয়োগ দিয়ে গ্রামাঞ্চলের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে তাদের পদায়ন করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “আমরা যদি ১০ হাজার চিকিৎসক পদায়ন করতে পারি তাহলে গ্রামে ডাক্তারের আর অভাব হবে না।”
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৮/মাহবুব
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৮/মাহবুব