বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আদালত মানে না। তারা ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না।
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
জিল্লুর রহমানে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, অন্যান্য সমমনা সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংস্থা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/২০ মার্চ, ২০১৮/ওয়াসিফ