ঘন কুয়াশার কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় ফেরি চলাচল শুরু হয় বলে জানান পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক নাসির হোসেন চৌধুরী।
এর আগে, ঘন কুশায়ার কারণে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
নাসির হোসেন চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় সকাল সোয়া ৭টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে যাওয়ায় সকাল সোয়া ৮টার দিকে যথারীতি ফেরি চলাচল শুরু হয়।
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৮/মাহবুব