নেপালে প্লেন দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, পিয়াস রয় ও মোহাম্মদ আলিফুজ্জামানের মরদেহ বিকেলে ঢাকায় পৌঁছাবে। এরই মধ্যে মরদেহ দেশে আনার সব প্রক্রিয়া শেষ করা হয়েছে।
বাংলাদেশ বিমানের বিজি০৭২ ফ্লাইট ওই তিনজনের মরদেহ নিয়ে নেপাল সময় সাড়ে তিনটায় উড়াল দেবে ঢাকার পথে। দুপুর দেড়টায় সিডিউল সময় থাকলেও ফ্লাইট ডিলে হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
৮ নং হ্যাঙ্গার গেট দিয়ে বের হবে কফিন তিনটি। ওখান থেকেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে সকাল ৯ টায় কাটমান্ডু বাংলাদেশ দূতাবাসে তাদের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন