পাঁচ লাখ টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেফতার নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ড. এস এম নাজমুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রবিবার ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লার আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
নাজমুল হকের আইনজীবী গোলাম মোস্তফা খান জামিনের আবেদন করেন। অপরদিকে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জমিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১২ এপ্রিল বিকেলে রাজধানীর সেগুনবাগিচার সেগুন রেস্তোরাঁ থেকে নাজমুল হককে ঘুষের টাকাসহ গ্রেফতার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল।
পরদিন মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আর নাজমুল হকের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৮/আরাফাত