বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রমজান শুরুর আগেই লাফিয়ে লাফিয়ে নিত্যপণ্যের দাম বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন আকাশছোঁয়া। সরকারি দলের সিন্ডিকেটের কারণেই জিনিসপত্রের দামের এই কৃত্রিম বৃদ্ধি। সোমবার সকাল সাড়ে ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এ সময় রিজভী বলেন, রমজান মাসে মানুষের অতি প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ানো হয়েছে। ৭০/৮০ টাকা কেজির নিচে বাজারে কোনো কাঁচা শাকসবজি পাওয়া যাচ্ছে না। চিনির মূল্য নিয়ন্ত্রণে না নিতে পেরে এখন চিনিকল বন্ধ করে দিতে চাচ্ছেন অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, রমজানকে কেন্দ্র করে অসৎ ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার জন্য দাম বাড়াচ্ছেন। সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা এসব ব্যাপারে নির্বিকার। কারণ মানুষের কষ্ট হলেও মুনাফা করছে ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের লোকেরা।
এছাড়া অভিযোগ করে রিজভী বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসী ও আইন-শৃঙ্খলা বাহিনীর তাণ্ডব চলছে। সেখানে বিএনপি নেতাকর্মী ও ভোটারদের জন্য অঘোষিতভাবে চলছে কারফিউ, আর আওয়ামী সন্ত্রাসীদের চলছে ফাঁকা মাঠে উৎসব।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৮/ ওয়াসিফ