দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল শুনানি শুরু করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় নির্ধারিত সময়েই শুনানি শুরু হয়।
এর আগে সকালে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল আরো শুনানির আবেদন করেন। অ্যাটর্নি জেনারেলের আবেদনের পর প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা না করে দুপুর ১২টায় অ্যাটর্নি জেনারেলকে শুনানি করতে বলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন