অবিলম্বে জেরুজালেম থেকে মার্কিন দূতাবাস প্রত্যাহার ও দখলদারমুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইয়েল সৈন্যদের নির্বিচারে হত্যাযজ্ঞ ও নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার বিকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এক প্রতিবাদ সমাবেশ তিনি এ দাবি জানান। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ শেষে ইসরাইয়েলি পতাকা আগুন দিয়ে পোড়ানো হয়।
বাদশা বলেন, দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য ও দখলদারিত্ব নীতি সারা বিশ্বকে অশান্ত করে তুলেছে। জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী ও তাদের আবাস ভূমি। এখান থেকে দখলদার বিতাড়িত করতে হবে।
একইসঙ্গে মার্কিন মদদপুষ্ট ইসরাইয়েলি সেনাবাহিনী কর্তৃক ৫৩ জন ফিলিস্তিনিকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরাইয়েল ও আমেরিকার বিচারের দাবি জানান তিনি।
সমাবশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইন।
বিডি প্রতিদিন/১৫ মে ২০১৮/এনায়েত করিম