টেলিভিশন টকশোতে কটূক্তির অভিযোগে করা দুটি মানহানি মামলায় ৫ মাসের আগাম জামিন পেয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন।
রবিবার বিকালে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনের আদেন মঞ্জুর করেন।
এর আগে, দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আসাদুজ্জামান নূরের আদালতে মানহানির মামলা করেন সাংবাদিক মাসুদা ভাট্টি। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন মঈনুল হোসেন।
এরও আগে, জামালপুর সদর জুডিশিয়াল মেজিস্ট্রেট কোর্টে মঈনুল হোসেনের বিরুদ্ধে যুব মহিলা লীগের জামালপুর শাখার আহবায়ক ফারজানা ইয়াসমীন লিটা বাদী হয়ে ২০ হাজার কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করেন
গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ করে ব্যারিস্টার মঈনুল হোসেনের এক মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৮/মাহবুব