প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে রাজনৈতিক স্বাধীনতা আছে। এখানে বিচার বিভাগ স্বাধীন, গণমাধ্যম স্বাধীন। যে কেউ ইচ্ছে করলে রাজনীতি করতে পারে। জোট গঠনের স্বাধীনতা সবার আছে। তবে কারা জোট গঠন করেছে তা আগে দেখতে হবে। ঐকের নামে একটি স্বার্থনেষী মহল এই জোট গঠন করেছে। আমি নতুন জোটকে স্বাগত জানাই।
সোমবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়েই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী দু'দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকের কথা তুলে ধরেন। উল্লেখ করেন অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের কথাও।
বিডি প্রতিদিন/২২ অক্টোবর ২০১৮/আরাফাত