ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, নির্বাচনকে সামনে রেখে কোনো উদ্বেগ-উৎকণ্ঠার কারণ নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাভাবিক অবস্থা বিঘ্ন হওয়ার সুযোগ নেই। কোনো ধরনের বিশৃঙ্খলার অপচেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে।
আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
সম্প্রতি চেকপোস্টে তল্লাশির নামে এক তরুণীকে হয়রানির ঘটনায় ডিএমপি কমিশনার বলেন, ওই বিষয়ে তদন্ত অনুযায়ী উপস্থিত পুলিশ সদস্যদের দায়-দায়িত্ব নির্ধারণ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যেভাবে ব্যাপকহারে খারাপ আচরণের অভিযোগ আসতো, এখন তার ৫ ভাগও আসে না। কারণ এখনও কোনো সদস্য অপেশাদার আচরণ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম