বিকল্প ধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী প্রশ্ন রেখে বলেছেন বলেছেন, ‘সিলেটের সমাবেশে বিএনপির নেতারা তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম বলেননি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিলেন তার নামটি কেউ বলতে সাহস পাননি। কী মনে হয়? তারা কি আত্মসমর্পণ করেছেন, কার কাছে? এবং কেন? এ দুটি প্রশ্ন জনগণের মনে থেকে যাবে।’
শুক্রবার বিকালে রাজধানীর বাড্ডায় বিকল্প যুব ধারার বিশেষ কাউন্সিলে এ প্রশ্ন রাখেন বিকল্প ধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘জিয়াউর রহমানের নাম কেউ বলেননি। মাওলানা ভাসানী, শেরেবাংলার নামও কেউ উচ্চারণ করেনি। মুক্তিযুদ্ধের মহাধিনায়ক ওসমানীর নামও কেউ উচ্চারণ করলেন না। তাদের কথা বলা উচিত ছিল না? জবাব দিতে হবে কেন বলেন নাই। আপনারা সত্যিই যদি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে থাকেন, আপনাদের যদি সত্যিই স্বপ্ন ছিল এই রঙিন পতাকাকে সম্মান দেখানো, কিন্তু আপনার তা দেখান নাই।’
বি চৌধুরী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর স্বপ্নেরও বাস্তবায়ন চাই, আবার মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা ফজলুল হকের স্বপ্নেরও বাস্তবায়ন চাই। আমরা উন্নয়ন চাই, গণতন্ত্রের পূর্ণ বিকাশ চাই।’
এই অনুষ্ঠান শেষে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি গোলাম সারোয়ার মিলন ও পেশাজীবী প্রকৌশলী শফিকুর রহমান বিকল্প ধারায় যোগ দেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন