রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা অব্যাহত রাখার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বাংলাদেশে সিঙ্গাপুরের কনসাল উইলিয়াম চিক রবিবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. এ কে আবদুল মোমেন রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর জন্য সিঙ্গাপুরের জনগণ ও সেদেশের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতনি বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে ড. মোমেন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য সিঙ্গাপুরের কনসালের প্রতি অনুরোধ জানান।
উইলিয়াম চিক তার দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক পুনরায় জোরদার করতে সিঙ্গাপুর প্রস্তুত।
বিডি প্রতিদিন/এনায়েত করিম