ধর্মীয় উসকানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন।
এর আগে গত ৩০ জুন এ মামলায় অভিযোগের সত্যতার বিষয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে শাহবাগ থানা পুলিশ। পরে মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুদকের দুই মামলায় ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দন্ডিত হয়ে বর্তমানে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দী আছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার