কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে বিখ্যাত হলিউড অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ''রোহিঙ্গারা আমাকে বলেছেন, ওখানে (মিয়ানমারের রাখাইনে) ফেরত পাঠানোর আগে আমাদের গুলি করে মারেন। কিন্তু রাখাইনে ফেরত দিয়েন না।"
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মঙ্গলবার বিকালে কক্সবাজারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। তবে তিনি এসেছেন মূলত জাতিসংঘের শুভেচ্ছা দূত হয়ে রোহিঙ্গাদের অবস্থা দেখতে। কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে সাক্ষাতের পর তার ঢাকায় এসে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার ব্যস্ত সময় কাটানোর পর প্রেস ব্রিফিংয়ে আসেন বলিউড অভিনেত্রী। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন যে, যারা নির্যাতিত হয়েছে মিয়ানমারে তাদের সাথে তার কথা হয়েছে। নির্যাতিতরা বলেছেন যে, হয় আমাদের বাংলাদেশে রাখেন, নাহলে গুলি করেন। কিন্তু রাখাইনে ফেরত দিয়েন না।
অ্যাঞ্জেলিনা জোলি বলেন, সবার দায়িত্ব হলো রাখাইনে রোহিঙ্গাদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যেনো ফেরত না পাঠানো হয়।
এর আগে, সোমবার সকাল সাড়ে ১০টায় নভোএয়ার বিমানে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান অ্যাঞ্জেলিনা জোলি। এরপর সরাসরি কক্সবাজারের ইনানীতে অবস্থানরত একটি তারকামানের হোটেল রয়্যাল টিউলিপে অবস্থান করেন। পরে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব