একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিনে আরো ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সংসদ অধিবেশনে কণ্ঠভোটে শিক্ষামন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি, পরিবেশ বন ও জলবায়ু সম্পর্কিত সংসদীয় কমিটি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব পাস হয়। এর আগে কার্যপ্রণালী বিধি অনুযায়ী চীফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন।
শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আফসারুল আমীন, পরিবেশ বন ও জলবায়ু সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সাবের হোসেন চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব