সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক আছে। তার পূর্ণ সুস্থ হতে কিছু দিন সময় লাগবে।
ডাক্তারদের বরাত দিয়ে মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এ তথ্য জানান।
একরামুল করিম চৌধুরী এখন সিঙ্গাপুরে। ওবায়দুল কাদেরের চিকিৎসার সময় পাশে থাকতে গত রাতে তিনি সিঙ্গাপুর পৌঁছান। একরাম জানান, তিনি টানা সিঙ্গাপুর থাকবেন।
আজ মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে একরামুল করিম জানান, ''কিছুক্ষণ আগে কাদের ভাইকে দেখে এসেছি। তার অবস্থা উন্নতির দিকে। রক্ত চলাচল স্বাভাবিক এখন। ডাক্তাররা বলেছেন, তিনি এখন স্বাভাবিক অনেকটাই আছেন। কোন সমস্যা নেই। পূর্ণ সুস্থ হতে কিছু দিন সময় লাগবে।''
প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ডা. ফিলিপ কোহের তত্ত্বাবধানে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৯/মাহবুব