জাপানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব দ্য রাইজিং সান , গোল্ড রেইস উইথ নেক রিবন’ গ্রহণ করেছেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। ৬ মার্চ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি তাকে সম্মাননা হস্তান্তর করেন।
১৯৮৩ থেকে জামিলুর রেজা যমুনা বহুমুখী সেতু প্রকল্প, চট্টগ্রাম বিমানবন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টসহ অনেক জাপানি প্রকল্পে সিভিল ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা করেছেন। জাপানের ‘সরকারি উন্নয়ন সহযোগিতা’ সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা দেয়া হয়েছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও এমেরিটার অধ্যাপক ডা. শামীমুজ্জামান বসুনিয়া উপস্থিত ছিলেন।
জামিলুর রেজা তাকে এ সম্মাননা দেয়ার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ১৯৯৩ সালে যমুনা ব্রিজ নিয়ে তৎকালীন সরকারের অর্থমন্ত্রী আমাকে তার সঙ্গে জাপান সফরে যেতে বলেন। সেখানেই যমুনা ব্রিজ প্রকল্পে আমরা জাপানের সহযোগিতা পেয়েছিলাম।
বিডি প্রতিদিন/ফারজানা