ফেনীতে মাদ্রসা ছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার চেষ্টাকারীদের তদন্ত সাপেক্ষে বিচার করা হবে বলে তার স্বজনদের আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত জাহানকে দেখতে যান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি দগ্ধ শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার স্বজনদের সঙ্গে কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নুসরাত জাহানের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। ভিকটিমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে এ সময় তিনি বলেন, যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার করা হবে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী এ শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় ভারবহন করার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে অধ্যক্ষ গ্রেফতার হয়েছে। জড়িতদের অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল, ২০১৯/মাহবুব