দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয়া মোকাব্বির খান গণফোরামের বিশেষ কাউন্সিলে মঞ্চে ড. কামাল হোসেনের পাশে বসায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
অনুষ্ঠানে মোকাব্বির খানের উপস্থিতিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। ড. কামালের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন নেতাদের কেউ কেউ।
গণফোরাম প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, কামাল হোসেন চেম্বারে গেলে এক ধরনের আচরণ করেন, চেম্বারে গেলে শপথ নিতে না করেন, আবার বাসায় গেলে অন্য কথা, বাসায় গেলে সংসদে যেতে বলেন। তার এই দ্বিমুখী আচরণে আমি খুব ক্ষুব্ধ। আমি এ ধরনের দল করবো না, করবো না।
এ সময় তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তে নয়, মোকাব্বির ব্যক্তিগত সিদ্ধান্তেই শপথ নিয়েছেন। এছাড়া মোকাব্বির যা করেছেন, সব কিছু কামালের কথাতেই করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন