সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে প্রবেশ করেছে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর ও দক্ষিণের নেতারা।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ছাত্রলীগের নেতারা গণভবনে প্রবেশ করেন বলে গণভবন সূত্র নিশ্চিত করেন।
এদিকে দলীয় সূত্র নিশ্চিত করে, গণভবনে আওয়ামী লীগ সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন নির্দেশনা নেওয়ার পাশাপাশি গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে শ্রদ্ধা জানানোর বিষয়টির ব্যাপারে অনুমতি নেবেন নেতারা।
বিডি প্রতিদিন/ফারজানা