অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র্যাবের হাতে আটক ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়েছে। অস্ত্র, মাদক রাখা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে গুলশান থানায় এ মামলা করা হয়।
অস্ত্র ও মানি লন্ডারিংয়ের মামলা হয়েছে গুলশান থানায়। অন্যদিকে মাদক আইনে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে মতিঝিল থানায়। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় গুলশান থানায় খালেদ মাহমুদকে হস্তান্তর করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, খালেদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানি লন্ডারিং আইনে র্যাব-৩ এর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
এর আগে গতকাল বুধবার রাতে খালেদ মাহমুদ ভূইয়াকে গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতার করে র্যাব। তাকে পরে র্যাব ৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া যায়।
বিডি প্রতিদিন/আরাফাত