চলমান অভিযান নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গডফাদার, গ্র্যান্ডফাদার নয়, আমরা চিনি অপরাধী। যারাই অপরাধী তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
বিভিন্ন অপরাধে রাজনৈতিক নেতাদের গ্রেফতার ও ঢাকা শহরের ক্যাসিনোগুলোয় অভিযানের ফলে অপরাধীরা দেশের বাইরে চলে যেতে পারেন, এ জন্য কোনও সতর্কতা জারি করা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রেড অ্যালার্ট জারি করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি।
বিমানবন্দরেও বিশেষ কোনও সতর্কতা জারি করা হয়নি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম