রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ফুয়াং ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। আজ বিকেল ৫টার দিকে পুলিশের তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমান জানান, ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।
জানা গেছে, ক্লাবটির একটি বৈধ বার রয়েছে। ওই বারে রেজিস্টারের সঙ্গে লিকারের সংখ্যার সামঞ্জস্যতা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল