ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ মতোই ডিশ থাকছে লাঞ্চে। তার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে রবিবার দিল্লির হায়দরাবাদ হাউসে লাঞ্চ সারবেন দুই রাষ্ট্রপ্রধান। শেখ হাসিনার পছন্দের কথা মাথায় রেখেই খাবারের তালিকায় থাকছে 'দই ভাল্লা পাপড়ি, বাদশাহী পোলাও, শাহী দুংরি ডাল, বারবা কুম্ভ রোগানি এবং মালপোয়ার মত নিরামিষ পদ। খাবারের শেষে থাকছে ফিল্টার কফি বা আররি কফি।
ভারতের প্রধানমন্ত্রীর অফিস (পিএমও) সূত্রে খবর, লাঞ্চের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গীত প্রীতির কথাও মাথায় রাখা হয়েছে।
পিএমও থেকেই গানের একটি তালিকা প্রকাশ করা হয়েছে- যেগুলি মৃদুস্বরে বাজানো হবে লাঞ্চের সময়। তালিকা রয়েছে 'রঘুপতি রাঘব, একলা চলো রে-এর মত আধ্যাত্মিক ও রবীন্দ্রসঙ্গীত যেমন থাকছে, তেমনি 'ও শাম কুছ আজীব থি, তুমকো দেখা তো ইয়ে খায়াল আয়া, হোটো সে ছুলো- এর মত বলিউড গানও।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে গত বৃহস্পতিবার দিল্লিতে এসে পৌঁছান শেখ হাসিনা। দুই দেশে সংসদের নির্বাচনের পর এই প্রথম ভারত সফরে আসলেন শেখ হাসিনা। এই সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবসহ একাধিক রাজনৈতিক নেতার সাথে দেখা করেন।
কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং দলের নেতা আনন্দ শর্মার সঙ্গেও সাক্ষাৎ করার কথা শেখ হাসিনার।
এই সফরে উভয় দেশের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হয়।
বিডি প্রতিদিন/ফারজানা