২৯ অক্টোবর, ২০১৯ ১৩:৪২

'পাকিস্তানকে অর্থনীতির সব সূচকে পেছনে ফেলেছে বাংলাদেশ'

অনলাইন ডেস্ক

'পাকিস্তানকে অর্থনীতির সব সূচকে পেছনে ফেলেছে বাংলাদেশ'

ফাইল ছবি

পাকিস্তানকে অর্থনীতির সব সূচকে পেছনে ফেলেছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কিছু সূচকে ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন ডিজিটাল, এটাই বাস্তবতা। দেশ এখন খাদ্যেও স্বয়ংসম্পূর্ণ। অর্থনীতির সব সূচকেই পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে গেছে।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বাংলাদেশের মাথাপিছু আয় এখন দুই হাজার মার্কিন ডলারে জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন মাথাপিছু আয় ছিল মাত্র ৬০০ মার্কিন ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশ। মন্ত্রী বলেন, দরিদ্র ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা দেশের অবকাঠামো উন্নয়ন করছেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর