২১ নভেম্বর, ২০১৯ ১৬:৫১

আমিরাতে প্রবাসীদের জন্য ‌‘লাইফ চেঞ্জার’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

আমিরাতে প্রবাসীদের জন্য ‌‘লাইফ চেঞ্জার’ কর্মসূচি

প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসীদের দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে জীবন পরিবর্তক শিরোনামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

জীবন পরিবর্তক বা লাইফ চেঞ্জার শিরোনামে এ কর্মসূচির আওতায় প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা, কম্পিউটার প্রশিক্ষণ, ব্যক্তিত্ব উন্নয়ন এবং গাড়ি চালনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। 

আবুধাবির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধিদের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। 

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এ প্রশিক্ষণের ফলে বাংলাদেশি কর্মীগণ সংযুক্ত আরব আমিরাতে অধিকতর ভালো পেশায় নিয়োজিত হতে পারবেন, যা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর