২১ নভেম্বর, ২০১৯ ২০:২০

আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে যা বললেন আবরারের বাবা

অনলাইন ডেস্ক

আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে যা বললেন আবরারের বাবা

আনিসুল হক-বরকতউল্লাহ (সংগৃহীত ছবি)

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার কার্যক্রম দ্রুতগতিতে চলায় বাবা বরকতউল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

রাজধানী গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎকালে করেন তিনি।

বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, আমরা মূলত নিম্ন আদালতের মামলার কার্যক্রমের দ্রুতগতির নিয়ে আলোচনা করি এবং এতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি মামলা প্রসিকিউশন টিমে তার পছন্দের দু'জন আইনজীবীকে অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং আমরা সম্মত হয়েছি।

মন্ত্রী বলেন, আবরারের বাবা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যে আমরা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য সীদ্ধান্ত নিয়েছি সেটা তাকে জানাই।

চাঞ্চল্যকর এই মামলার চার্জশিট দাখিলের ১০ দিন পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ২৫ জনের বিরুদ্ধে ১৩ নভেম্বর এই চার্জশিট দাখিল করে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর বুয়েট শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শের-ই-বাংলা হলের প্রথম তলায় সিঁড়িতে আবরারকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিডি প্রতিদিন/আরাফাত 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর