২৩ নভেম্বর, ২০১৯ ০০:০৭

মানুষ প্লেনে উঠতে পারে না, পিয়াজ উঠেছে : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

মানুষ প্লেনে উঠতে পারে না, পিয়াজ উঠেছে : বাণিজ্যমন্ত্রী

টিপু মুনশি (ফাইল ছবি)

মানুষ প্লেনে উঠতে পারে না। আর আমরা কিন্তু প্লেনে করে পিয়াজ নিয়ে আসছি। কার্গো প্লেনে পিয়াজের চালান আসা শুরু হয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই পিয়াজের বাজার স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, পিয়াজের দাম কমতে শুরু করেছে। আমদানি করা পিয়াজ কোনোভাবেই ১২০ টাকার বেশি হবে না।
ষড়যন্ত্রকারী ও অসাধু ব্যবসায়ীরাই কারসাজি করে পিয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা শুরু থেকেই বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত কার্গো বিমানে করে পিয়াজ আসবে।

গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর