রাজধানীর বাজারে ফের বাড়ছে পিয়াজের দাম। গত দুই দিনে পিয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা। ভারত রফতানি বন্ধ করার পর থেকে পিয়াজের দাম বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। কেজি ৪০-৫০ থেকে পিয়াজের দাম পৌঁছায় ২৫০ টাকায়। যা সম্প্রতি কমে ১৮০-২০০ হয়েছিল। নিম্ন মানের পিয়াজ বিক্রি হয়েছিল ১২০-১৪০ কেজি দরে।
আবার বাড়তে শুরু করে পিয়াজের দাম। গত শুক্রবার পিয়াজের দাম কেজিতে বাড়ে ২০ টাকা। শনিবারও কেজিতে পিয়াজের দাম বেড়েছে ২০ টাকা। এতে ভালো মানের পিয়াজের কেজি ২২০ এবং নিম্ন মানের পিয়াজের কেজি ১৭০ টাকায় পৌঁছেছে।
উল্লেখ্য, ভারত রফতানি বন্ধ করায় গত ২৯ সেপ্টেম্বর থেকে দেশে পিয়াজের বাজার অস্থির হয়ে উঠে। দফায় দফায় বাড়তে থাকে পিয়াজের দাম।
বিডি প্রতিদিন/ফারজানা