বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন দলটির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি একথা বলেন।
সমাবেশে দলীয় প্রধানকে মুক্ত করার প্রত্যয় ঘোষণা করে মির্জা ফখরুল আগামী শনিবার খালেদার মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আন্দোলন করেছি , নির্বাচন করেছি। এবার খালেদা জিয়াকে মুক্ত করব।’
সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আরও বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ। অসুস্থতার জন্য উপস্থিত থেকেও বক্তব্য দেননি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিডি-প্রতিদিন/মাহবুব